এখন নাগাদ ৩ জনের নাম ঘুরছে-ফিরছে বাতাসে — সুরঞ্জিত, ওবায়দুল কাদের আর তোফায়েল। এর আগে কয়েকবার মন্ত্রীসভা বদলের ধোঁয়া তুললেও মিডিয়ার আজকের খবর একদম পাক্কা। বেশিরভাগ মানুষ বলছেন এই রদবদল আ লীগের জন্য সুফল বয়ে আনবে।
আমি মজা পাচ্ছি, কেননা যেসব নেতারা গত বছরখানেক যাবৎ সরকারের নানা কার্যক্রমের সমালোচনা করে চলেছে — সবার সম্মুখে — তখন তাদের মন্ত্রীত্ত পাওয়াটা একটু অবাক করার মত বৈকি!
বিরোধীদের সমালোচনার মুখে যখন স্বয়ং প্রধানমন্ত্রী পালটা কড়া জবাব দিলেন, তার মন্ত্রী-এমপিরাও তাকে অনুসরন করলো, তখন এই ৩ জন সংসদে, আলোচনা অনুষ্ঠানে আর টকশো-তে সরকারের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি বার বার তাদের অন্তর থেকে অভিনন্দন জানিয়েছি। আর গাল-মন্দ করেছি প্রধানমন্ত্রীকে — তার সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই বলে।
যাই হোক, এরা ৩ জন মহামানব না হলেও, অন্তত আবুল, শাহজাহান, ফারুক খানদের চেয়ে উত্তম — এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই। এরা মন্ত্রীপরিষদে আসলে যে দেশের ক্ষতি কিছুটা কমবে সেই আশা আমার আছে।
কিন্তু টেনশন হলো তাদের কোন ঘর দেয়া হয় সেটা নিয়ে। কে জিতবে — অভিজ্ঞতা নাকি হাসিনার ইচ্ছা? কেননা উনি ইতিমধ্যে কিছু আজব লোকদের উল্টা-পালটা ঘরে বসিয়েছেন ।
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।