বাংলাদেশ ভারতের প্রদেশ হলে এরা খুশি!!!

মামাবাড়ির আবদার

আজব হইয়া গেলাম, হালারা কয় কি! ফেসবুকে পেইজ বানাইসে কিছু ভারতের দালাল, তাও আবার সাংবাদিকতা ক্যাটাগরিতে–আর নাম দিসে কিনা আমরা বাংলাদেশের সব মানুষ চাই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক.

এই পেইজে আবার ৩১৫টা গাধার বাচ্চা লাইক মারসে!

কি দিনকাল আইলো দেশে? মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে, মুক্ত সংস্কৃতি চর্চা আর মতামত প্রকাশের অবাধ সুযোগ পেয়ে কারো কারো মাথা খারাপ হয়ে গেসে।

নাহলে এই যে শালারা পেইজটা বানাইলো ওরা কতবড় আহাম্মক হইলে আরকম কাজ-কাজ করবার পারে!

আজকাল অনেক ছেলে-মেয়ে, মা-চাচারা সারাদিন-রাত ভারতের চ্যানেল নিয়া বইসা থাকে — হয় নাচ-গান দেখে আর নাইলে সিরিয়াল বা বিজ্ঞাপন দেখে, ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর তো ওগো সাপোর্টার আরো বাড়সে — তাই বইলা এতদূর!!!

এই বোকারা এত ঝামেলা না কইরা ভারতে আশ্রয় নিলেই পারে, ওগো এই দেশে কষ্ট কইরা থাকার দরকার কি?

সমস্ত ব্লগারগো কাছে আমি বিচার দিতাসি, ভাই কিসু করেন। চলেন ওগোরে বাইন্ধা পিডাই নাইলে লাত্থি দিয়া বর্ডার পার কইরা দেই।


by

Tags:

Comments

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress