সন্ত্রাস নয়, সুস্থ অবস্থার জন্য ছাত্রসংসদ দরকার

studentPolitics

ছাত্ররাজনীতির বর্তমান প্রেক্ষাপটে সাধারন শিক্ষার্থীদের বুঝা দরকার যে ছাত্র সংসদ দরকার। কেননা তাহলে নিজেদের মধ্যে ভাল মানুষ হিসেবে পরিচিত, জনপ্রিয়-মানবীয় মুখগুলো সংসদের পদে বসে নিজেদের সমস্যা প্রশাসনের সাথে আলোচনা করতে পারবে ও সরকারের কাছে পৌঁছাতে পারবে।

তাছাড়াও আমি আশা করবো, সকল সচেতন ছাত্র-ছাত্রীরা ফ্রী ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত ও সমমতের বন্ধুদের নিয়ে সাইট বানিয়ে নানা ঘটনা ও নিজেদের মতামত দেশে-বিদেশে আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিবে।

সন্ত্রাস কখনো “মানুষের” কোন ন্যায্য দাবি মেটানোর উপায় হতে পারেনা। সাধারন-সুস্থ মানুষ কখনো সন্ত্রাস করতে পারেনা।

জাহাঙ্গীরনগরে জানুয়ারির ৮ তারিখের ঘটনার প্রেক্ষিতে গড়ে উঠা আন্দোলনের প্রেক্ষাপটে জুবায়েরের হত্যাকান্ডের সাথে জড়িত সবার গ্রেপ্তার ও বিচার না হওয়া নাগাদ বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র-শিক্ষকদের দাবি আদায়ে সচেতন থাকার আহবান জানাচ্ছি।

 

 

পাশাপাশি জাহাঙ্গীরনগর ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের “সন্ত্রাসের বিরুদ্ধে” একাত্ম করার জন্য সবাইকে কমবেশি উদ্যোগ নেবার জন্য অনুরোধ করছি যাতে করে আমাদের দেশের কোন শিক্ষা-প্রতিষ্ঠানে আর কখনো খুন-সংঘর্ষ-চাঁদাবাজি-নির্যাতনের ঘটনা না হয়।

ক্ষমতার কেন্দ্রে ও আশেপাশে থাকা দলগুলোর নেতা-কর্মীদের কাছ থেকে ১০০হাত দূরে থাকুন, এদের বর্জন করুন। কাগজে-কলমে যাই থাকুক না কেন বাস্তব কাজকর্মে এদের কোন নীতি নাই, আদর্শ নাই, এমনকি শিক্ষার্থীদের পড়াশুনা বিষয়ক কোন সমস্যা নিয়ে কোন মাথাব্যাথা নাই।

বরং ছাত্র-অধিকার নিয়ে কথা বললে সব সরকারি দলের সমর্থক ছাত্র-নামক কুত্তার বাচ্চারা হামলা করে প্রতিবাদ-আন্দোলন বানচাল করতে।

মারামারি করে, ভয় দেখিয়ে আর “রাজনৈতিক ও ক্ষমতাবান” শিক্ষকদের কাছ থেকে অন্যায় সাহায্য নিয়ে তাদের পাশে থেকে এরা ক্যাম্পসগুলোতে জমিদারি করতে বসে।

Comments

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress