সাংবাদিক বিভাস চন্দ্র সাহা দূর্ঘটনায় মৃত্যুর পরবর্তী মূহুর্তে সৃষ্ট জটিলতা নিরসনে ব্যর্থতা ও সাংবাদিকদের সাথে অশোভন আচরনের জন্য ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের বদলির সুপারিশ করেছে গোয়েন্দা পুলিশের তদন্ত দল।
এ সংক্রান্ত প্রতিবেদন শনিবার ডিএমপি-তে জমা দেয়া হয়েছে বলে বাসসকে রবিবার নিশ্চিত করেছেন সেই তিন-সদস্যবিশিষ্ট কমিটির প্রধান শেখ মোহাম্মদ মারুফ হাসান।
ব্লগার আবু সুফিয়ান ভাইয়ের সূত্রে জানা গেলো ধানমন্ডির সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সাথে সখ্যতার জন্য তার বিরুদ্ধে ঘটনার ১৫ দিন হয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়া যায়নি। এই নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাথে তার মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মহাপরিদর্শক-ফজলে নুর তাপস দ্বন্দ্ব? দ্বন্দ্বের কারন
আশা করবো সরকার তথা প্রশাসন অতি দ্রুত সুপারিশ বাস্তবায়ন করে বুদ্ধিমত্তার পরিচয় দেবে।
এদিকে প্রথম আলোর তিনজন ফটোসাংবাদিককে নির্যাতনের ঘটনায় তেজগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার শহিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করার কয়েক ঘন্টা পর সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাক্তন এই ছাত্রলীগারকে।
দিনভর নাটক নিয়ে আরো পড়ুন–প্রথম আলো
অবশেষে এসি শহীদুল বরখাস্ত–বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
‘স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি’–বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।