সন্ত্রাস-পুলিশ-আইন নিয়ে সাম্প্রতিক কিছু কথা ও ছবি

পুলিশ স্যারেরা ঘরে, বাইরে বা অফিসে কাউকে নিরাপত্তা দিতে পারবেন না, কারন তারা ভিআইপি এবং সরকারদলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তাছাড়া তাদের আরেকটি বড় কাজ হলো নানা দাবিতে প্রতিবাদী সোচ্চার ছাত্র-শিক্ষক-জনতা ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন করা। ধিক তোদের। দাস-এর দল।

একটি দেশে পুলিশই যখন নিয়মিত সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ন হয় তখন কি কোন সন্ত্রাসী-চাঁদাবাজরা ভয় পায়?

তাছাড়া পুলিশের উপরের ধাপ মানে বিশেষ বাহিনীগুলোও নানাসময়ে গুম-খুন-চাদাবাজি-দুর্নীতির সাথে জড়িত।

তাদের উপরের ধাপ মানে তাদের নিয়ন্ত্রঙ্কারী ও রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীও যখন নানাভাবে বিতর্কিত হন তখন আর একটাই পথ খোলা থাকে—বিচার বিভাগ।

আবার সেই বিচারবিভাগের কিছু অংশও যখন সরকারি দলের পক্ষ নিয়ে বিচারকে প্রভাবান্বিত করে, বা সরকারের কোন ব্যক্তি বা বাহিনীর পক্ষ নিয়ে নিশ্চুপ থাকে তখন সাধারন মানুষ যারা রাজনীতি করেনা, বা করলেও সরকারি দল করেনা তারা কোথায় যাবে? কার কাছে অন্যায়ের বিচার চাইবে?

আর এভাবেই যদি চলতে থাকে তাহলে অপরাধ কিভাবে কমবে? প্রথম দায়িত্বটা যার সেই পুলিশের এত খারাপ অবস্থা কেন?

# পুলিশকে কিভাবে নিয়োগ দেয়া হয়?

# এদের প্রশিক্ষনের সময় কি গনতন্ত্র-মানবাধিকার-জনসেবা ইত্যাদি শেখানো হয়?

# এদের নিজস্ব মগজ বের করে কি প্রোগ্রাম করা নতুন মগজ মাথায় ভরে দেয়া হয়?

# এদের বিবেক-বুদ্ধি লোপ পায় কেন?

# এদের যে বিভিন্ন সরকার নানাভাবে অপব্যবহার করে এরা প্রতিবাদ করেনা কেন?

# কেন এরা গনপদত্যাগ করেনা? …ইত্যাদি প্রশ্ন আমাকে অবিশ্রান্ত করে ফেলে।

ক্ষমতা এমন একটা জিনিস যা শুধুমাত্র ভালোকাজে লাগালেই ভালো ফল পাওয়া যায়, অন্যথায় নয়।

# এটা কি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি দলের এমপি, ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানেন না?

# এনারা যদি না জানেন বা না মানেন তাহলে তাদের দেখে যারা অনুকরণ করে সেসব তৃনমূলের নেতা-কর্মীরা কিভাবে জাতে আসবে?

# সাধারন জনগন কি তবে নিজেদের অন্ধ-কালা-দুর্বল গরু-গাধা ভাবতে শুরু করবেনা?

উপরের বক্তব্যের প্রেক্ষাপট হলোঃ বিডিনিউজের সংবাদকর্মী ও অফিসের কর্মচারিদের উপর সশস্ত্র হামলা; প্রথম আলো’র ৩ ফটোসাংবাদিককে দিনে-দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কনস্টেবলের মারধর-হেনস্তা; সম্প্রতি শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের অমানবিক হামলা; পাবনাতে ৩দিনের মধ্যে একজন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর দুর্নীতির ও আরেকজন এডওয়ার্ড কলেজে অনৈতিক কর্মকান্ডের খবর দেওয়ায় হামলার শিকার; সাংবাদিক বিভাস দা’র সড়ক দূর্ঘটনায় মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি থানার ওসি’র কীর্তি; তেল-গ্যাস কমিটির প্রতিবাদ মিছিল ও সমাবেশে পুলিশি হামলা; বিএনপি’র হরতাল-বিক্ষোভে পুলিশী হামলা-নির্যাতন এবং কোন কর্মসূচীর আগে ধড়পাকড়; এবং সারাদেশে প্রতিদিন ঘটে যাওয়া সরকার সমর্থকদের হামলা-মামলা-সন্ত্রাস আর পুলিশী সহায়তা।

Comments

  1. probirbidhan এভাটার

    সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজন সাংবাদিক ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেছেন, রাষ্ট্রই এ ধরনের ঘটনার সাহস জুগিযেছে। সেখানেই একটি মন্তব্য দিয়েছেন বরখাস্ত এপিএস ফারুক। কী বলেছেন তিনি?: “কোন ঘটনা? সাংবাদিক পেটানো?কাঙালের পুতেরা সাংবাদিক হয়া যা মন লিখে?! না জাইনা মন গড়া নিউজ করে। ইউনিভার্সিটি পাশ একজনরে বানায় ১২০০ টাকা বেতনের ক্যান্টিন বয়। আর মাইর খাইলে কয় রাষ্ট্র সাহস যোগায়। সেলুকাস!” (http://newsually.com/?p=4997)

  2. probirbidhan এভাটার

    সাংবাদিক ও আইনজীবী নির্যাতন এবং আদালত প্রাঙ্গণে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশের ব্যাপক সমালোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, পুলিশ আগের চেয়ে ‘অনেক ভালো’ হয়েছে।

    হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছিনা। http://www.bdnews24.com/bangla/details.php?id=195343&cid=2#.T8ZlwI_wgZs.facebook

  3. probirbidhan এভাটার

    ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ! http://www.prothom-alo.com/detail/date/2012-05-31/news/262155

  4. probirbidhan এভাটার

    সংসদে গুপ্তহত্যার প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মকবুল শাহরিয়ার গুপ্তহত্যা ও অপহরণের হিসাব জানতে চেয়ে প্রশ্ন করলে মন্ত্রী শুধু অপহরণের হিসাব দেন। গুপ্তহত্যার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

    কি করুন অবস্থা এই দেশের সরকারের!

    http://www.prothom-alo.com/detail/date/2012-05-31/news/262212

  5. probirbidhan এভাটার

    সরকারি সাংবাদিকদের কান্ড!

    রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাছে সাংবাদিকদের বিষোদগার করে একটি ব্যানার টাঙানো হয়েছে। গতকাল বুধবার ওই রহস্যজনক ব্যানারটি ঝুলতে দেখা গেছে। ব্যানারে সাংবাদিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও বিনা কারণে পুলিশের ওপর হামলার জন্য দায়ী করা হয়। একই সঙ্গে এতে সাংবাদিক নির্মূলের আহ্বান জানানো হয়েছে।
    ব্যানারের লেখা হয়েছে,

    ‘সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়—
    বেআইনী সড়ক অবরোধ, গাড়ী ভাঙচুর ও বিনা কারনে পুলিশের উপর আক্রমণ
    সমাজ সচেতন সাংবাদিকদের কাজ নয়, এদের চিহ্নিত করে নির্মূল করুন
    —সচেতন সাংবাদিক সমাজ’

    http://www.prothom-alo.com/detail/date/2012-05-31/news/262177

  6. probirbidhan এভাটার

    স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পুলিশের হাতে নির্যাতনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন। দাবি করলেন কিছু পুলিশ খারাপ হতেই পারে। তবে তাদের নাকি শাস্তি দেয়া হয়!

    http://www.prothom-alo.com/detail/date/2012-06-01/news/262430

  7. probirbidhan এভাটার

    যশোরের সেই ওসি ক্ষমা চাইলেন – প্রথম আলো http://www.prothom-alo.com/detail/news/273511

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress