আসেন ভাইয়েরা, আসেন বইনেরা, আমরা চামবাজি করি, সরকারি ট্যাকা মাইরা খাই, জনগনের লাইগ্যা বরাদ্দ করা জনগনের ট্যাকা লোপাট করি।
নো টেনশন। আইন আদালত, পত্রিকা, টিভি, এলাকাবাসী সবাই চুপ থাকবো। কেউ মুখ খুলবো না, কেউ রাস্তায় নামবো না।
জনগন ঝামেলা করবার চাইলে প্যাদানী দেয়ার লাইগ্যা পুলিশ আছে, গুম বা ক্রসফায়ারে দেয়ার লাইগ্যা বিশেষ বাহিনী আছে, আরো বিরক্ত করলে সেনাবাহিনী আছে।
এইসব সুযোগ সুবিধা পাইবেন এক প্যাকেজে। আমাগো সরকারি দলে যোগ দেন, চান্দা দেন; বুঝলেন নাহ? আরে ভাই, আমাগো কাতারে আসেন। অহনও সময় আছে এক বছরের বেশি। আসেন কামায়া লই।
যদি দেখি হারবার পারি আগামীবার, ব্যাপার না। পাসপোর্ট আছেনা? খালি টাইমমত ফুটতে হইবো। এইটা বেশি খাটনির কাম না। বুদ্ধিমানেরা সময় থাকতে বিদেশে বাড়ি ট্যাকা সব আগেই সিস্টেম কইরা রাখে, আর বউ পোলাপাইনরে পার কইরা দেয়।
তবে এই প্যাকেজ কিনতে চাইলে আপনারে একটু চামড়া মোটা করা লাগবো।
আছেন নাকি কেউ? আইসা পড়েন, টাইম কম।
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।