উনারে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিইন্যা দেন প্লিজ! উনি দেশের রাষ্ট্রপতি!

চৈনিক দেশের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল ঢাকায় কাল ব্যস্ত দিনের শেষ মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছে বংগভবনে। সেই সাক্ষাতের খবর দেখলাম একটা চ্যানেলে। দুইপাশে দুইদেশের প্রতিনিধিরা, আর মাঝখানে দুই সিঙ্গেল সোফায় জিল্লুর রহমান আরেকটায় চৈনিক দলের প্রধান ব্যক্তি।

রাষ্ট্রপতির জামার রং সাদা বা ক্রীম হওয়ায় বোতামের কাছে একটা কালো মাইক্রোফোন ঠিকই চোখে পড়লো। কিন্তু তার গোড়ায় দেখা গেলো কয়েক হাত লম্বা কালো দড়ি (তার) যা উনার জামার উপর দিয়ে তেরছাভাবে নিচে নেমে গেছে!

মনটাই খারাপ হয়ে গেল আমার।

এই ডিজিটাল বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য একটা ডিজিটাল ওয়্যারলেস (তারবিহীন) মাইক্রোফোন নেই বংগভবনে!!!

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেদিন থী জি চালু করলেন, আবার নিয়মিত ভিডিও কনফারেন্স করেন দেশে বিদেশে, এমনকি মোবাইল (সেই ৩টি নাম্বার এখন বন্ধ) ও ইমেইল ব্যবহার করেন।

কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতির দিকে সরকারের নজর নেই কেন?

বংগভবনের কর্মকর্তারা কি এটা বোঝেন না?উনারা এমন কেলাস ক্যান?

Comments

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress