ট্যাকা বানানোর মেশিন ডেসটিনি গ্রুপের এক পরিচালক, লে কর্নেল (অব.) দিদারুল আলম, আজকে আদালতে স্বীকার করলো ৮০ কোটি টাকা আত্মসাতের কথা।
বৃহষ্পতিবার আদালতে স্বীকার করে জবানবন্দী দেয় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, যিনি বাকীদের সহায়তায় ডেসটিনি ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের ১১০০ কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচার করে।
গত শনিবার, মানে ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে ডিস্ট্রিবিউটররা মিছিল করেছে। বৈশাখীসহ কয়েকটি টিভি চ্যানেলে সেই খবর দেখিয়েছে। দেখে মনে হয়েছে এইটা একটা পরিকল্পিত উদ্যোগ। তাদের মধ্যে কয়েকজন বলেছে যে তারা তাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর সন্তুষ্ট, তাদের সব ঠিক আছে।
এদের কি লজ্জা-শরম নাই! ছি!
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।