
কারনটা আওয়ামী লীগ নিজেই,
এখানে অন্য কারো কোন প্রোপাগান্ডা নেই।
একসময় ক্ষমতার লোভে
মেরেছে কুড়াল নিজের পায়ে,
আর এখন সুযোগ পেয়েও
লক্ষ্মীকে ঠেলছে দূরে।
কিভাবে হবে অর্জন জনগনের বিশ্বাস,
যদি তার প্রতি না থাকে সম্মান?
শংকায় কাটে বছর-দিন,
ন্যাড়া কি আবার যায় বেলতলায় আর জামায়াত-শিবির নাচে তা-ধিন-ধিন!
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।