বহুত মেজাজ খারাপ। অবশ্য এ আর নতুন কি! কখনো কম, আর কখনো বেশি এই যা! মাত্রা কমে যখন ভালো কোন খবর পাই।
হ, আমি খবরনিয়ন্ত্রিত-জীবনযাপন করি; সাথে ডেইলি লাইফ ডোজ তো আছেই।
দুইনেত্রীর সংলাপ নাটক, রাজনৈতিক হাঙ্গামা-খুন-খারাবি, বারংবার স্বৈরাচারের দূর্মুখ দর্শন, রাজাকার-মীরজাফরের কূটচাল, উগ্র মৌলবাদীদের আস্ফালন, তদুর্ধ উগ্র জঙ্গীবাদের দামামা, দুর্নীতি-স্বজনপ্রীতি, স্বাস্থ্য-শিক্ষা-বাসস্থানের তথাকথিত সাংবিধানিক মোড়ক, ফাইলবন্দী বা শম্বুকগতিতে চলমান সব দরকারি প্রকল্প, কৃষিতে জিএমও চমক-নতুন রাসায়নিক সার-দাম না পেয়ে কৃষকের মাথায় হাত-জোতদারের পকেট ভারী, কর্পোরেট বেহায়াপনা-অনিয়ম-রোবোটিক ডাইলখিচুরী, বিজ্ঞাপনের মিথ্যাচার, গনধর্ষনের গা শিরশিরে খবর, প্রাকৃতিক ও আইনি কাঠামো ভেঙ্গে তথাকথিত উন্নয়নের নামে লুটতরাজ-সুন্দরবন-ফুলবাড়ি, বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-তুরাগে প্রতিদিনের ডাম্পিং, হাতিরঝিলের বমি উগড়ে আসা গন্ধ, ডায়িং-ওয়াশিং প্ল্যান্টের বর্জ্য পাইপে করে জলাশয় আর হতদরিদ্রদের জন্য পাচার, সবার জ্ঞাতসারে হাজারো অবৈধ ইটভাটার ভকভক কালো ধোঁয়া, ডজনডজন প্রকৌশলী-নগরবিদের ব্যর্থ যানজটনির্মূল থিউরি, ক্যাবল টিভিতে-পোস্টারে-ফার্মগেটে সর্বরোগের মহান ভন্ড চিকিৎসকদের ক্যানভাসিং…
নাহ আর ভালো লাগে না। এসবের শেষ নাই জানি, তাই বলে কমবে না??? এইটা কি ধৈর্য-পরীক্ষা? নাহ, এর একটা বিহিত করা দরকার। সভ্যতা-মানবিকতা-নৈতিকতা-প্রেম-বিশ্বাস…সবই বুঝি অস্থিরতার হুজুগে চাপা পড়ে গেছে।
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।