আপনি শোধরাবেন না, কারন আপনি ক্ষমা পাবেন

ধর্মই পৃথিবীর বেশিরভাগ মানুষকে পরিচালিত করে নানান আদেশ, নির্দেশনা, অনুরোধ ও লোভ দেখিয়ে, যেন তারা সততার সাথে জীবনযাপন করে।

পাশাপাশি, সব দেশই অপরাধ দমনে নিজেদের সংবিধান ও আইন-কানুন তৈরি করে।

মূলতঃ এই দুইপ্রকার বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার জন্য যোগ্য বাবামা ও সুশিক্ষিত শিক্ষকরা সবসময়ই বলেন। 

কিন্তু তবু কেন ঢাকা থেকে আলাস্কা বা এন্টার্কটিকা পর্যন্ত সবখানে এত নৈতিক অবক্ষয়? কেন মানুষ নিজেকে শোধরায় না?

কারন একটাই: মানুষপ্রণীত আইন সবার জন্য সমান নয়, অর্থ্যাৎ কেউ কেউ অন্যায় করেও টাকা ও আত্মীয়তার জোরে পার পেয়ে যায়। আরেকটা হলো, ধর্মের দূর্বল দিক যেখানে বলা হয়, বিশেষ শর্তে পাপ মোচনযোগ্য!


Posted

in

, , , , ,

by

Comments

  1. Dr. Sm Jalil এভাটার
    Dr. Sm Jalil

    every religion is meant for well being of mankind. they may have different way of submission but the destination is same.

    1. probirbidhan এভাটার

      But every religion has failed to ensure morality in their devotees! Why? Only books can’t create a beautiful world, isn’t it?

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress