ধর্মই পৃথিবীর বেশিরভাগ মানুষকে পরিচালিত করে নানান আদেশ, নির্দেশনা, অনুরোধ ও লোভ দেখিয়ে, যেন তারা সততার সাথে জীবনযাপন করে।
পাশাপাশি, সব দেশই অপরাধ দমনে নিজেদের সংবিধান ও আইন-কানুন তৈরি করে।
মূলতঃ এই দুইপ্রকার বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার জন্য যোগ্য বাবামা ও সুশিক্ষিত শিক্ষকরা সবসময়ই বলেন।
কিন্তু তবু কেন ঢাকা থেকে আলাস্কা বা এন্টার্কটিকা পর্যন্ত সবখানে এত নৈতিক অবক্ষয়? কেন মানুষ নিজেকে শোধরায় না?
কারন একটাই: মানুষপ্রণীত আইন সবার জন্য সমান নয়, অর্থ্যাৎ কেউ কেউ অন্যায় করেও টাকা ও আত্মীয়তার জোরে পার পেয়ে যায়। আরেকটা হলো, ধর্মের দূর্বল দিক যেখানে বলা হয়, বিশেষ শর্তে পাপ মোচনযোগ্য!
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।