Why is ‘Joy Bangla’ slogan so powerful?

“Joy Bangla” meant hail Bangla or long live Bangla, referring to the land where the Bengali-speaking people lived in undivided India. The slogan, first used by our great national poet Kazi Nazrul Islam with the spirit of Bengali nationhood in 1942, became the strongest words against domination and discrimination of the West Pakistani military rulers. The poet wrote, “Bangla is the right of Bengalis, the right of Bengal’s victory, the right of Bengalis’ victory.”

The Dhaka University-based Swadhin Bangla Biplobi Parishad published a handwritten newspaper called “Joy Bangla”.

The phrase was selected as a slogan of the student organizers in 1969. On March 3, 1970, the Swadhin Bangla Chhatra Sangram Parishad organized a rally at Paltan Maidan, where Chhatra League General Secretary Shajahan Siraj unveiled the “Manifesto of Independence” in the presence of the Awami League supremo, Bangabandhu Sheikh Mujibur Rahman. It mentioned that “Joy Bangla” will be the national slogan of Bangladesh.

On June 7, 1970, the Chhatra League decided to form a special force to provide a guard of honor to Bangabandhu. It was named “Joy Bangla Bahini”, headed by ASM Rob. 

The slogan was widely used in the 1970 national elections, and after the landslide victory of the Awami League, “Pakistan Zindabad” was replaced by “Joy Bangla”. In the turbulent days of March, Bangabandhu’s historic speech at Paltan Maidan was an indirect proclamation of independence and it inspired the masses as he chanted “Joy Bangla” with the call for a struggle for emancipation. Freedom fighters Belal Mohammad, Major Ziaur Rahman and others who read out the proclamation of independence from the Kalurghat Radio Station on March 26 and 27 on behalf of Bangabandhu ended their statement by chanting “Joy Bangla”. 

During the war, the slogan was a key source of inspiration, with a meaning that Bangladesh would be victorious. After the Liberation, its meaning changed to Hail Bangladesh or Long live Bangladesh. 

On March 2, 2022, “Joy Bangla” was made the national slogan. Previously, the Awami League government restored Bangalee nationalism, socialism and secularism through a constitutional reform in 2011. These provisions had been removed by the military rulers that captured power after assassinating Bangabandhu with most of his family members on August 15 and suppressing the Awami League and the “Joy Bangla” slogan, in their attempt to establish a pro-Pakistani state. Military rulers General Zia and his close aide General HM Ershad also allowed religion-based politics to eradicate secularism and non-communal culture and rehabilitate the collaborators of the Pakistani military engaged in the genocide. The governments under General Ershad, BNP and Jamaat-e-Islami also patronized dozens of Islamist extremists, and their complicity in aiding violence against Awami League members and secularists is reported even in recent past. 

On social media, hate campaigns against the Awami League, democracy, secularism and “Joy Bangla” have been gaining popularity significantly since the rise of Hefazat-e-Islam and other radical groups with the 13-point charter, demanding measures to follow Shariah guidelines in matters related to the state and society. It should be mentioned that Hefazat indirectly protested the trial of top war criminals linked to Jamaat at that time. Even in 2024 post-Hasina Bangladesh, Jamaat is closely associated with Hefazat and the extremist groups, like al-Qaeda, Islamic State, Laskar-e-Toyeba, Harkatul Jihad al Islami, Jama’atul Mujahideen Bangladesh, Ansar al-Islam and Hizb ut-Tahrir.

Since 1998, the extremist groups have carried out over 1,500 operations and killed around 1,000 people linked to the Awami League, war crimes trials, cultural activists, teachers and students with secularist views. Interestingly, no leaders or supporters of the BNP-Jamaat have ever been targeted by these extremist groups. 

It is believed that this anti-Awami League clique unleashed their student groups to wage a movement and continue street agitations until the fall of Sheikh Hasina. The BNP-Jamaat force attempted to achieve this goal several times from 2013 to 2018 and caused the death of hundreds of people alongside massive destruction to government structures. 

In 2018, the anti-quota protests at Dhaka University mainly targeted the freedom fighters’ quota—an ominous sign of conspiracy—while the safe road movement by students in Dhaka was a wake-up call, followed by protests against VAT in private universities and the death of BUET student Abrar Fahad.

The slogan “Joy Bangla” was not heard in any of these movements.

The same gang began regrouping before the January 7 election and participated in the demonstrations called by the BNP-led alliance of 70+ parties. When the High Court gave a ruling on the 2018 order on quotas in government jobs, the DU students who had attended the previous movement took to the streets. They threatened to do everything to resist the reinstatement of the quota and even announced they would give blood if needed. In the 36 days of their movement, the camouflaged student coordinators and their supporters across the educational institutions waved the national flag, while some held flag bandanas around their foreheads. But none chanted the slogan “Joy Bangla”; they spread hate speech against the Awami League, freedom fighters, Liberation War and India while concealing their political identities.

After capturing power, this interim government and many of its student mob leaders have now revealed their political identities. On the other hand, the political parties—mainly Jamaat and BNP—and extremist groups like Hizb ut-Tahrir, JMB, HuJI-B, Ansar al-Islam, Jama’atul, Hefazat and Ahle Hadith are openly claiming responsibility for violence, arson and murder of police. 

Some of their online activists, mostly YouTube influencers, rumour makers and bot commenters, have also expressed frustration for not being given due respect (position in government). 

In the course of time, after four months, the Yunus-led interim government and his followers among the rowdy students have admitted treachery, conspiracy, sabotage, mob violence and murders. Yet, they are blaming the Awami League for everything while gagging the media so that they do not make it embarrassed by publishing controversial issues like the massacre of the police force, use of 7.62 firearms by student protesters, Shibir and extremists taking shelter in the Awami League, etc.

Like the Pakistanis did, this force has cancelled national days recognizing March 7 and November 4, holiday on August 15, and latest, forced the apex court to suspend an order that made “Joy Bangla” a national slogan. While the Chief Adviser has never chanted the “Joy Bangla” slogan, he has declared that it is a new Bangladesh where the 2024 uprising is the main spirit. His followers also demanded a new Constitution, ban on the Awami League and promulgation of the Second Republic, but faced a serious blow. As a consolation and also to pave the way for rehabilitation of Shibir and extremists in the campuses, the Yunus administration has also banned Bangladesh Chhatra League. 

But the leaders and activists of the Awami League and its associated bodies have started regrouping online and offline at home and abroad, and are gaining strength by chanting the slogan “Joy Bangla”. Since the court order on the slogan on December 10, Bangladesh has seen massive enthusiasm in writing graffiti of “Joy Bangla” on the walls across the country and on social media platforms. 

It seems that Bangladesh will overcome this tough time and re-establish a secular and peaceful state free from corruption, crimes and discrimination. 

‘জয় বাংলা’ স্লোগানকে ওদের কেন এত ভয়?

একাত্তরে মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের সৃষ্টি। তার আগে থেকেই “জয় বাংলা” শ্লোগান হয়ে উঠেছিল দেশপ্রেম প্রকাশ ও স্বাধিকারের দাবীর প্রতীক। মুক্তিযুদ্ধের আগে, রণাঙ্গনে ও বিজয়ের পর পাকিস্তানের সেনাশাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার বাংঙালি জাতির অন্যতম শক্তির উৎস ছিল এই শ্লোগান যা শাসকগোষ্ঠী ও তাদের এদেশীয় দোসরদের বুকে কাঁপন ধরাতো।

২০২৪ সালে এসে মুক্তিযুদ্ধের পরাজিত রাজাকার-আলবদররা দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় নতুন করে শক্তি সঞ্চয় করে প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে গেছে। জামাত-শিবিরের রগকাটা সন্ত্রাসী এবং আল-কায়েদা ও জেএমবির মতো ভয়ংকর জঙ্গী দলের নেতাদের কারামুক্ত করার মাধ্যমে তারা খুনখারাবি, হয়রানি, জবরদখল ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও তারা মুক্তিযোদ্ধা পরিবার ও সংখ্যালঘুদের টার্গেট করছে, ঠিক যেমনটা করেছিল ওদের পূর্বপুরুষরা—১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী সশস্ত্র গ্রুপ হিসেবে।

আর যখন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অতীত মুছে ফেলতে দুষ্টের শিরোমনি অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করেন এবং রিসেট বাটন চেপে জামাত-হেফাজত-জিহাদিদের অরাজকতা তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করেন, তখন বুঝা যায় কেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীর পিতা মানে না, কেন “জয় বাংলা”কে জাতীয় শ্লোগান হিসেবে রাখা হয় না, কেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ৪ঠা নভেম্বর সংবিধান দিবস বাতিল করা হয়, কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, কিভাবে বাহাত্তরের সংবিধান আমূল বদলে দিতে দুঃসাহস দেখায় রাজাকার শাবকরা, কেন দেয়ালে দেয়ালে “জয় বাংলা” শ্লোগান লিখে খুন হয় মাসুদ আর রায়হানরা আর কেনইবা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর সুযোগ পায় একাত্তরের পরাজিত শক্তি জামাত-শিবিরের কর্মীরা।

এই অঞ্চলের বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী বাঙালি জনগোষ্ঠী নিজেদের একটি দেশের স্বপ্ন মানুষ দেখে এসেছে ১৯৪৭ সালে ভারতভাগের অনেক আগে থেকেই। কিন্তু রাজনীতির মারপ্যাঁচে ব্রিটিশরা ভারতকে ভাগ করে ধর্মের ভিত্তিতে। ফলে হিন্দু অধ্যুষিত সেভেন সিস্টার্স ঢুকে যায় ভারতের মানচিত্রে এবং হিন্দু-মুসলিম বৈষম্য ও ঘৃণার চাষাবাদ নতুন মাত্রা পায়। অন্যদিকে পাকিস্তানের শাসকগোষ্ঠী সবসময় পশ্চিম পাকিস্তানকে গুরুত্ব দেয়ায় আমাদের পূর্ব পাকিস্তানের জনগণ অমানবিক কষ্ট করেছে। প্রতিবাদে ফেটে পড়েছে। স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছে। পুরোটা সময় জুড়ে “জয় বাংলা” ছিল বাঙালির মুক্তির চাবিকাঠি।

১৯৪২ সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতিসত্তার চেতনায় প্রথম যে স্লোগানটি ব্যবহার করেছিলেন, তা পশ্চিম পাকিস্তানি সামরিক শাসকদের আধিপত্য ও বৈষম্যের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। “বাঙালির বাঙলা” প্রবন্ধে নজরুল লিখেছেন, “বাঙালিকে, বাঙালির ছেলেমেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাও : ‘এই পবিত্র বাংলাদেশ / বাঙালির – আমাদের।/ দিয়া প্রহারেণ ধনঞ্জয় / তাড়াব আমরা করি না ভয় /যত পরদেশী দস্যু ডাকাত / রামা-দের গামা-দের’। বাঙলা বাঙালির হোক। বাঙলার জয় হোক।! বাঙালির জয় হোক’”।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ “জয় বাংলা” নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করে। শব্দটি ১৯৬৯ সালে ছাত্র সংগঠকদের শ্লোগান হিসেবে নির্বাচিত হয়। ১৯৭০ সালের ৩র মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পল্টন ময়দানে এক সমাবেশের আয়োজন করে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ “স্বাধীনতার ইশতেহার” উন্মোচন করেন। এতে বলা হয়েছে, “জয় বাংলা” হবে বাংলাদেশের জাতীয় শ্লোগান।

১৯৭০ সালের ৭ই জুন বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদানের জন্য ছাত্রলীগ একটি বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়। আ স ম আব্দুর রবের নেতৃত্বে এই বাহিনীর নাম দেওয়া হয় “জয় বাংলা বাহিনী”।

সত্তরের নির্বাচনে “জয় বাংলা” শ্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল এবং আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর, “পাকিস্তান জিন্দাবাদ” শ্লোগানটি চিরজীবনের জন্য “জয় বাংলা” দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল।

একাত্তরের উত্তাল মার্চের ৭ তারিখ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছিল স্বাধীনতার সংগ্রামের একটি কৌশলগত পরোক্ষ ঘোষণা। মুক্তির সংগ্রামের ডাক দিয়ে সেই ভাষণ শেষ করেছিলেন “জয় বাংলা” বলে। মুক্তিযোদ্ধা বেলাল মোহাম্মদ থেকে মেজর জিয়াউর রহমান যারা ২৬-২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, তারা সবাই “জয় বাংলা” স্লোগান দিয়ে তাদের বক্তব্য শেষ করেন।

যুদ্ধের ময়দানে এই স্লোগানটি ছিল অনুপ্রেরণার মূল উৎস, যার অর্থ ছিল বাংলাদেশ বিজয়ী হবে। দেশ পাকিস্তানের কব্জা থেকে মুক্ত হয়ওয়ার পর “জয় বাংলা” শ্লোগানটি দিয়েই উদযাপিত হয় সেই কাঙ্ক্ষিত বিজয়, যুক্ত হয় প্রত্যাশা যেন বাংলাদেশ চিরজীবী হয়।

কিন্তু স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বিজয়রথ প্রথম থেকেই বাধাগ্রস্ত হয় দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র ও বিরোধীতার কারনে। সেনাবাহিনীর কিছু অফিসার যাদের অনেকেই যুদ্ধের পর পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল, সিরাজুল আলম-রব-জলিলের জাসদ, সর্বহারা নেতা সিরাজ শিকদার, মাওলানা ভাসানীর ন্যাপ আর গণহত্যাকারী পাকিস্তান সেনাবাহিনীর দেশীয় দোসররা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের চেষ্টা জারি রাখে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি ও তাদের দোসররা বিচারের পথ রুদ্ধ করে, সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধরর্মনিরপেক্ষতা বাদ দেয় এবং আওয়ামী লীগের উপর দমনপীড়ন চালিয়ে একে নিষ্ক্রিয় করার মাধ্যমে বিএনপি-জামাত মিলে রাজাকারদের পুনর্বাসন এবং পাকিস্তানী ভাবধারা প্রচার ও প্রসার করে একটানা ১৯৯৬ সাল পর্যন্ত।

একুশ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আবার প্রচন্ড বাধার মুখে পড়ে। ততোদিনে সারাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে স্বাধীনতাবিরোধী ও তাদের পরবর্তী প্রজন্ম। সে সময় যুদ্ধাপরাধীদের অসমাপ্ত বিচার শুরু করতে না পারলেও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজ শুরু করে আওয়ামী লীগ। কিন্তু ২০০১ সালে আবার বিএনপি-জামাত ক্ষমতায় এসে আরও জোরেশোরে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, জয় বাংলা শ্লোগান এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন চালায়। দলীয় প্রধান উপদেষ্টা নিয়োগ, ভুয়া ভোটার তৈরি ও জঙ্গীদের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যাপকভাবে সহযোগিতার মাধ্যমে ২০০৭ সালের ২২শে জানুয়ারিতে একটি পাতানো নির্বাচনের প্রস্তুতি নেয় তারা।

উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে পড়লে আওয়ামী লীগ যেমন নিজেদের কৃতিত্ব দাবী করে, তেমনি অন্য দলগুলো “জয় বাংলা” শ্লোগানকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের নীতি-আদর্শ ও চেতনাকে ভূলুণ্ঠিত করে। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, জেনারেল এরশাদ ও পরবর্তীতে কখালেদা জিয়া “জয় বাংলা”কে অগ্রাহ্য করে, বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখিয়ে এবং তার বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে রাজনৈতিক ফায়দা নেয়।

২০০৮ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসে শেখ হাসিনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কয়েকজনের শাস্তি বাস্তবায়ন করে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন করে। যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করে ইসলামী দলগুলো প্রতিবাদ শুরু করলে পাল্টা ব্যবস্থা নেয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিঃ রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। রাজাকার শিরোমনি গোলাম আযমের বিরুদ্ধে ১৯৯২ সালে জাহানারা ইমামের হাত ধরে পরিচালিত গণআদালত আরও শক্তিশালী রূপে ফিরে আসে। “জয় বাংলা” শ্লোগানে মুখরিত হয় সারাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে পড়া সেই আন্দোলনে জামাত-শিবির ও তাদের দোসর ইসলামী দলগুলো ছাড়া সবাই “জয় বাংলা” শ্লোগান দিয়ে যুক্ত হয়েছিল।

এরপর এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০২২ সালের ২রা মার্চ “জয় বাংলা”কে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করেন।

ফলে ২০০৯ পরবর্তী আওয়ামী লীগের অপ্রতিরোধ্য যাত্রাকে বাধাগ্রস্ত করতে পঁচাত্তরের মতো আবারও সক্রিয় হয় স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসররা। নির্বাচনী পথে না গিয়ে নাশকতার মাধ্যমে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত ১০ বার বড় ধরণের অভ্যুত্থান করার চেষ্টা করেছে এরা। লক্ষ্য একটাইঃ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। এর আগে ২০০৭ সালে সেনাবাহিনীর হস্তক্ষেপে ২২শে জানুয়ারির নির্বাচন স্থগিত হয়ে গেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বিএনপি-জামাতের ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়েছিল।

এখানে উল্লেখ্য যে, এসব নাশকতার বাইরে জঙ্গীরা শতাধিক সশস্ত্র অপারেশন চালিয়ে বিদেশীসহ কয়েকশো মানুষকে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালিয়েছিল। এসব হামলায় আওয়ামী লীগ নেতা-কর্মী, ছাত্র-শিক্ষক, সংস্কৃতিকর্মী, ধর্মনিরপেক্ষ ব্যক্তি, ধর্মীয় সংখ্যালঘু ও সাধারণ জনগণ আক্রান্ত হয় কিন্তু বিএনপি-জামাতের কোনো নেতাকর্মী বা সমর্থকের কোন ক্ষতি হয়নি। এরা কেউই “জয় বাংলা” শ্লোগান দেয় না এবং পাকিস্তানী সেনাশাসকদের মতো এরাও আওয়ামী লীগ, প্রগতিশীল উদারপন্থী মুসলিম ও ধর্মীয় সংখ্যালঘুদের নাস্তিক ও ভারতের দালাল মনে করে এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র মেনে নিতে পারে না। তারা চায় একটি কট্টরপন্থী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখানে আওয়ামী লীগ, বামপন্থী, সংস্কৃতিকর্মী ও উদারপন্থীদের কোন স্থান নেই। তাই এদের সকল আন্দোলনে ভয়ংকর নাশকতা এবং স্বাধীনতাবিরোধীদের আস্ফালন দেখা যায়।

২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার ন্যায়বিচারের দাবীতে গড়ে উঠা আন্দোলন এবং ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনের সবগুলোই ছিল জামাত-শিবিরের ষড়যন্ত্রের অংশ। কিন্তু প্রতিবারই জনসাধারণকে আকর্ষণ করার প্রয়াসে তারা মুখোশ ধারণ করেছে। আগের আন্দোলনগুলোতে কিছুটা জনসমর্থন পেলেও সরকার পতনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি।

তাই এই স্বাধীনতাবিরোধী শক্তি জুলাইয়ের আন্দোলনে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং মুক্তিযুদ্ধের গান গেয়ে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আদলে এটিকে একটি সাধারণ শিক্ষার্থীদের গণমুখী জাগরণ হিসেবে দেখানোর চেষ্টা করে। এসব আন্দোলনের কোনোটিতেই “জয় বাংলা” স্লোগান শোনা যায়নি বরং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের শীর্ষনেতৃত্ব, প্রশাসন ও ভারতের বিরুদ্ধে নানা অশ্রাব্য বক্তব্য ও শ্লোগান শুনেছে বাংলাদেশ।

৫ই আগস্ট ক্ষমতা দখলের পর একে একে সব নেতারা তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে নিজেদের কৃতিত্ব দাবি করতে থাকে। বিশেষ করে এবি পার্টি এবং জামাতের সন্ত্রাসী সংগঠন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা প্রকাশ্যে এসে আন্দোলন গঠনে নিজেদের ভূমিকার কথা জানায়। তবে প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় কয়েকজন ছাত্র সমন্বয়ক—যাদের মধ্যে ৩ জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা—এখনও নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে সাহস পায়নি।

তবে তারা যে আন্দোলন চলাকালে পুলিশ হত্যা করেছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এবং অস্ত্র নিয়ে গৃহযুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিল সেটা তারা স্বীকার করছে। শিবিরের বাইরের এই ছাত্রনেতারা প্রথমে ছাত্র অধিকার পরিষদ এবং গতবছর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা হলেও ক্ষমতায় বসার আগে কখনও স্বীকার করেনি।

এরা ছাড়াও বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা নিজেদের দলের ভূমিকার কথা এখনও বলে যাচ্ছে।

সবচেয়ে আতংকের বিষয় হলো উগ্রপন্থী ইসলামী দল, যেমন হেফাজতে ইসলাম ও আহলে হাদিস এবং নিষিদ্ধঘোষিত জঙ্গী দলগুলো—হিজবুত তাহরীর, জেএমবি, হুজি-বি, আনসার আল-ইসলাম ও জামাতুল আনসার—এখন প্রকাশ্যে বলছে তারা জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল এবনং এখন মায়ানমার ও ভারতের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিচ্ছে।

দেশের বাইরে অবস্থানকারী কিছু ভাড়া করা অনলাইন অ্যাক্টিভিস্ট ও সন্ত্রাসের উস্কানিদাতা যারা শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ, সংখ্যালঘু ও ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন করতো, তারা এখন এইসব জঙ্গীদেরকে জাতির সামনে ইসলামী আলেম হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে আর দাবী করছে আওয়ামী লীগ নাকি ইসলামবিরোধী ও ভারতের দাস ছিল।

অথচ সংবিধান মেনে এবং বৃহৎ জনগোষ্ঠীর প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা ইসলাম ও মুসলিম সংস্কৃতির প্রসারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এসব উদ্যোগের মধ্যে আছে কওমি মাদ্রাসার প্রসার, দাওরায়ে হাদিসের স্বীকৃতি, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন না করে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিজ্ঞা করা, ইসলামের কটাক্ষকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা, পাঠ্যপুস্তক থেকে হিন্দু ও প্রগতিশীল লেখকদের প্রবন্ধ ও কবিতা বাদ দেয়া এবং সারাদেশে প্রায় ৬০০ মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণ প্রকল্প।

আর এসব করতে গিয়ে “জয় বাংলা”কে সর্বজনীন করে তোলা, সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ পরিচালনা করা—অর্থ্যাৎ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা—এবং সাংস্কৃতিক আন্দোলন জারী রাখার মতো জরুরি কাজকে অগ্রাহ্য করা হয়েছিল।

তবে ৫ই আগস্টের পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছে আহত বাঘ। একদিকে মার খাচ্ছে ও অন্যায়ের শিকার হচ্ছে, অন্যদিকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং “জয় বাংলা” শ্লোগানের মাধ্যমে নেতা-কর্মীদের উজ্জ্বীবিত করে ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

গত ১০ই নভেম্বর শহিদ নুর হোসেন দিবসে ঢাকার রাজপথে নেমে নির্যাতনের শিকার হয় দলের অনেক নেতাকর্মী। “জয় বাংলা” শ্লোগানের বিরুদ্ধে গত ১০ই ডিসেম্বর আদালতের আদেশের পর নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যায়। এরপর থেকে সারাদেশে বিভিন্ন রাস্তার দেয়ালে দেয়ালে “জয় বাংলা” লেখার ধুম লেগে যায়। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সেই ক্যাম্পেইন। ফলে একাত্তরের রাজাকার, তাদের ছেলেমেয়ে ও নাতিপুতি, বঙ্গবন্ধুর খুনি ও তাদের পরবর্তী বংশধরেরা এবং পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গীগোষ্ঠীরা ক্ষমতায় আছে বলে রক্তের নেশায় মেতেছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, এরা কখনও এদেশের আলো-বাতাসে মাথা তুলে দাঁড়াতে পারেনি, ভবিষ্যতেও পারবেও না। আওয়ামী লীগ আবারও ফিরে আসবে—নতুন রূপে—আরও শক্তিশালী হয়ে।

Comments

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা
Powered by TranslatePress