পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্টাতে হবে মনে হচ্ছে

পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগের সূত্র ধরে মুহিত বারবার দৃঢ়ভাবে বলে আসছেন কোন দুর্নীতি হয়নি, আর আবুল হোসেন বলেছেন তিনি পবিত্র। অন্যদিকে দাতা সংস্থা বিশ্বব্যাংক, যারা নিজেরাই দুর্নীতির অভিযোগে ভারাক্রান্ত, তারা কিনা “কয়েকজন ঘুষ চেয়েছে তাই দুর্নীতি হয়েছে”ও সরকার তাদের বাঁচাতে চেয়েছে  এই অভিযোগে ১২০ কোটি ডলারের অর্থসাহায্য বাতিল করেছে। কারন সরকার শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোন মন্ত্রীকে সাময়িক অব্যাহতি দেয়ার পক্ষপাতি নয়। যেমনটি আমরা দেখেছি সুরঞ্জিতের মন্ত্রীত্ব নিয়ে। দুটিতেই তদন্ত এখন চলছে এবং দুজন অভিযুক্তই মন্ত্রীর চেয়ারে বসছেন নিয়মিত।

তার মানে এদের খুটির কত জোর তা সহজেই অনুমেয়।

শান্তিপ্রিয় সমাজ চাইলে ন্যায়বিচারের বিকল্প নেই

“Where is the driver?” asks Suranjit

Corruption cripples development

ভাইসব, এর মধ্যে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার পরিবারের সাথে দুর্নীতির কোনো ধরনের “সম্পৃক্ততা” নেই। তাদের লক্ষ্য দেশের জন্য কিছু করা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বুধবার সংসদে বলেন তার পরিবারের কোনো সদস্যের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেন তবে যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়।

সেজন্য তিনি তার ইমেইল ঠিকানা sheikhhasina@hotmail.com, গ্রামীণ নম্বর ০১৭১১-৫২০০০০ এবং রবি নম্বর ০১৮১৯-২৬০৩৭১ তাদেরকে সংরক্ষন করতে বলেছেন।

আশা করি যারা এই নম্বর ও ঠিকানাগুলো পেলেন তারা সরকারিই হন আর বেসরকারিই হন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ থাকলে ইমেইল বা এসএমএস-এর মাধ্যমে, এবং সাহস থাকলে জরুরী অবস্থায় ফোন করে জানান। প্রতিক্রিয়া সম্পর্কে কোন প্রকার আভাস দেয়া যাচ্ছেনা। খবর প্রদানকারি পরবর্তীতে কোনপ্রকার ক্ষতির সম্মুখীন হলে আমি দায়ি থাকবো না।

তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে শুনেছি তারেক জিয়াও এরকম সংবাদ প্রদানের জন্য নিজের ফোন ও ফ্যাক্স নাম্বার দিয়েছিলেন।

মানে…যা বুঝতে পারছি আসলে দুর্নীতির সংজ্ঞায় একটা গড়বড় আছে মনে হচ্ছে। তাছাড়া “তথাকথিত ক্ষমতাবান” দুর্নীতি দমন কমিশন আসলে এই অসুখ সারাতে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে সেটাও প্রশ্নসাপেক্ষ।

কিছুদিন আগে মুহিত ও দুদক চেয়ারম্যান উভয়েই এক সভায় বলেছেন দেশের বেশকয়েকটি খাত দুর্নীতিতে নিমজ্জিত, যার ফলে গনতন্ত্র ও আইনের শাসন ব্যাহত হচ্ছে।

Comments

  1. probirbidhan Avatar

    হ্যালো প্রধানমন্ত্রী… http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=198663&hb=top

  2. probirbidhan Avatar

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সার দুর্নীতি খুঁজে পায়নি। তবে দুর্নীতির গন্ধ পেয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সা অর্থ দেয়নি। ঋণ বাতিল করেছে। http://www.prothom-alo.com/detail/date/2012-07-10/news/272501

    হায়রে বাংলাদেশ! আর কত?

  3. probirbidhan Avatar

    পদ্মাসেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংক এ বিষয়ে কোনোরকম সুরাহায় পৌঁছাতে না পারায় আমি অত্যন্ত হতাশ হয়েছি। তবে দুই পক্ষ নিজেদের মতভেদ দূর করে একটি সুরাহায় পৌঁছাতে পারবেন বলে আশা করি। http://www.prothom-alo.com/detail/date/2012-07-10/news/272516

    উনি আশা করলেই কি?

  4. probirbidhan Avatar

    Reblogged this on against corruption, crime & cruelty and commented:

    may be its time to define corruption

  5. probirbidhan Avatar

    সারচার্জ না দিয়ে ‘আবুল চার্জ’ নাম দিন http://www.prothom-alo.com/detail/date/2012-07-10/news/272503

  6. probirbidhan Avatar

    পদ্মা সেতু: ইউনূসের দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত হাসিনার http://bdnews24.com/bangla/details.php?cid=3&id=199591&hb=1

  7. […] পদ্মা সেতুঃ দুর্নীতির সংজ্ঞা পাল্টাত… […]

  8. probirbidhan Avatar

    এখন থেকে টেলিটকের +৮৮ ০১৫৫৫৮৮৮৫৫৫ নম্বরে ফোন করেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন যে কেউ। http://bdnews24.com/bangla/details.php?id=199706&cid=3#.UAbMm_e-Q7k.facebook

  9. […] পদ্মা সেতুঃ দুর্নীতির সংজ্ঞা পাল্টাত… […]

  10. […] পদ্মা সেতুঃ দুর্নীতির সংজ্ঞা পাল্টাত… […]

  11. […] পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্ট… […]

  12. […] পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্ট… […]

  13. […] পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্ট… […]

  14. […] পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্ট… […]

  15. […] পদ্মা সেতুঃ ‘দুর্নীতি’র সংজ্ঞা পাল্ট… […]

  16. zero gravity Avatar
    zero gravity

    দুদকের মোবাইল নাম্বার চাই

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish
Powered by TranslatePress