দেখা হলো, কথা হলো না

ক। কিরে কেমন আছিস?
খ। চুপ কর্! আমার ছেলেদের পিছে লাগছস ক্যান?

ক। ক্যান, কমুনা ক্যান? তুই আমার পোলারে ঘাটাছ ক্যান? আমার দলের দুর্নীতি নিয়া এত প্যাচাছ ক্যান? তুই কি কম করছস?
খ। ক্যান, তুই চুরি করবি, আর আমি খাড়ায়া খাড়ায়া দেহুম? কোন দু:খে যে আইছিলাম এই বিয়াতে!

ক। তুই তো আইছস আমার শরীরে আগুন জ্বালানোর লাইগ্যা। তুই এখনও ভালা হইলি না, ঝগড়াইট্যা রয়্যা গেলি। দূরে গিয়া মর্।
খ। অই, তোমরাই কও, ঝগড়া কে শুরু করসে?

ক। চুপ। কেউ কথা কবিনা।
খ। ক্ষমতায় গিয়া তোর পার্ট বাইড়া গ্যাছে।

ক। তোর তো এখনো বেশি।
খ। অফ যাহ। বহুত ডায়লগ মারছস।

ক। ঠিক কইরা ক তুই আইজক্যা ক্যান আইলি।
খ। নির্বাচন তো বেশি দেরি নাই। আইজকাল চামড়া একটু মোটা করতে হইছে।

ক। হ, আমারটাও মোটা হইছে। তুই আইবি জানার পরেও আমি আইছি। শরীরলডা আমার জ্বইল্যা গেলো।
খ। আমারও।

ক। ৫ মিনিট হইয়া গ্যাছে, তুই ফুঠ। বহুত ছবি তুলছস। শাড়িটা ভালাই, কোত্থাইক্যা কিনছস? ওইরকম গোলাপী আমারে মানাইবো না।
খ। হ, গালের কালারের সাথে ম্যাচ কইরা পড়ছি। এইডা অরিজিনাল সৌদি, গতবার হজে গিয়া গিফট পাইছিলাম। তোর শাড়িডাও সুন্দর, কিন্তু তোরে ক্ষেত ক্ষেত লাগতেছে।

ক। এইডা আমাগো দেশী জামদানি। আর আমার গায়ের চামড়াও এই দেশী। তুই তো বিদেশী। অফ যা। খ। কি কইলি তুই? তুই একটা জেলাস।

ক। ফুঠ। আমি গেলাম। মিছাকথা, আর গালিগালাজ কমায়া করিছ।
খ। তুইও আমার আর আমার পোলাপাইনের ভাত মারিছ না। তাড়াতাড়ি ভিসা রেডি কইরা ভাগ।

ক। আইছে একজন, হাহ। তুই স্বপ্ন দেখতে থাক।
খ। এইবার দেখাইয়া দিমু।

ক। কত দেখলাম।
খ। এইবার নতুন স্টাইল।

ক। হ, ওইসব আমার জানা আছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
খ। তোর ক্যারিয়ার পুরা খাইয়া দিমু এইবার।

ক। তাইলে নিজেরটা সামলানোর ব্যবস্থাও করিছ। আমারে তো চিনছ না। বুঝবি ঠ্যালা।
খ। আমার কাছে বহুত মশলা জইম্যা গ্যাছে। নির্বাচনের আগে মিডিয়াতে চইল্যা যাইবো। তহন পলাইতে হইবো।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish
Powered by TranslatePress